Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০২৩
কর্মবণ্টন



প্রতিষ্ঠান

 

ঢাকা মশক নিবারণী দপ্তরের কর্মবন্টন তালিকাঃ

ক্রমিক নং

পদের নাম

দায়িত্ব/কার্যাবলী

 

১.

প্রশাসনিক কর্মকর্তা

(ক) কর্মকর্তা/কর্মচারী/নিয়োগ/বদলি/পদোন্নতি      এবং পিআরএল/পেনশন ও আনুতোষিক সংক্রান্ত কার্যাবলী;

(খ) কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় ব্যবস্থা সম্পর্কিত যাবতীয় কার্যক্রম গ্রহণ;

(গ)   দপ্তরের দরপত্র/কোটেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম;

(ঘ) দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত সার্ভিস বহিঃ এবং দপ্তরের সকল প্রকার নথি, তথ্যাদি সংরক্ষণ ও হেফাজত করণ;

(ঙ)   মন্ত্রণালয়/বিভাগের সকল বিষয়;

(চ) ঢাকা মশক নিবারণী দপ্তরের ওয়েবসাইট হালনাগাদকরণে তদারকি করা;

(ছ) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের কাজের তদারকি এবং সকল বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা;

(জ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

২.    

উচ্চমান সহকারী

(ক) কর্মচারীদের সকল প্রকার ছুটির ফাইল/নথি করা;

(খ) দপ্তরের বাজেট সংক্রান্ত বিষয়ে হিসাবরক্ষক-কে সহযোগিতা করা;

(গ) মন্ত্রণালয় হতে দপ্তরের বাৎসরিক অর্থ ছাড় করা;

(ঘ) দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর নৈমিত্তিক ছুটি সংরক্ষণ;

(ঙ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

৩.

হিসাবরক্ষক

(ক) উচ্চমান সহকারীর পরামর্শ অনুযায়ী দপ্তরের বাৎসরিক বাজেট তৈরী করে অনুমোদনের জন্য উপস্থাপন করা;

(খ) কর্মকর্তা/কর্মচারীদের মাসিক বেতন-ভাতা তৈরী ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে মঞ্জুরী গ্রহণ করা;

(গ) কর্মকর্তা/কর্মচারীদের পি.আর.এল, পেনশন ও আনুতোষিক সংক্রান্ত নথি উপস্থাপন করা;

(ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আনুষাংগিক কার্যাবলী গ্রহণ করা;

(ঙ) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বেতন-ভাতা সহ অন্যান্য বিল পাশ করা ও চেক সংগ্রহ করা;

(চ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

৪.

ক্যাশিয়ার

(ক)  দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যথাসময়ে বেতন-ভাতাদি প্রদান করা;

(খ) বিভিন্ন প্রকার অগ্রীমের বিল, বিবিধ বিল প্রাপক-কে বিধি মোতাবেক পরিশোধ করা/ব্যাংক এ্যাডভাইজ প্রদান করা;

(গ)  ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

 

-২-

 

৫.

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

(ক) দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীদের সকল প্রকার ছুটি (অর্জিত/শ্রান্তি ও বিনোদন) মঞ্জুরের বিষয়ে সহায়তা করা;

(খ)   দপ্তরের সকল প্রকার চিঠি-পত্র গ্রহণ ও বিতরণের ব্যবস্থা গ্রহণ;

(গ)   দপ্তরের কম্পিউটার সংক্রান্ত কাজ করা;

(ঘ) প্রশাসনিক কর্মকর্তা ও উচ্চমান সহকারী-কে সার্বিক বিষয়ে সহযোগিতা করা এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা;

(ঙ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

৬.

কম্পিউটার মুদ্রাক্ষরিক

(ক)   দপ্তরের যাবতীয় টাইপিং/কম্পিউটারের কাজ করা;

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

৭.

গাড়িচালক

(ক)  কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি চালানো, গাড়ির লগ বই ও গাড়ি সংরক্ষণ করা;

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

৮.

সুপারভাইজার

(ক)  সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট অঞ্চল/ওয়ার্ডে মশক নিধন কাজের তদারকি করা;

(খ)  অধীনস্থ (ক্রু) কর্মচারীদের উপস্থিতি/অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা/সহকারী স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে দপ্তরকে অবহিত করা;

(গ)  নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট অঞ্চলে কর্মরত সকল কর্মচারী হাজিরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে দপ্তরে জমা দেয়া;

(ঘ)  সংশ্লিষ্ট অঞ্চলের জন্য চাহিদা অনুযায়ী কীটনাশকসহ অন্যান্য মালামাল সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে দপ্তর থেকে সংগ্রহ করা;

(ঙ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

৯.

স্টোর কিপার

(ক)  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরের সকল মালামাল সংগ্রহ ও সংরক্ষণ করা;

(খ) দপ্তরের গুদামে রক্ষিত
ঢাকা উত্তর/ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকার কীটনাশক ও যন্ত্রপাতি ইত্যাদি সংরক্ষণ করা;

(গ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চাহিদা অনুযায়ী গুদামে সংরক্ষিত মালামাল সরবরাহ করা;

(ঘ) ঢাকা মশক নিবারণী দপ্তরের ওয়েবসাইট হালনাগাদকরণে সহযোগিতা করা;

(ঙ) কীটনাশক পরীক্ষার সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা;

(চ) কর্মচারীদের ব্যক্তিগত লোন ও ব্যাংক সংক্রান্ত বিষয়ে নথি উপস্থাপন করা;

(ঙ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

১০.

ইনসেক্ট কালেক্টর

(ক)  মশার প্রজনন স্থান পরিদর্শন করা এবং সুপাভাইজারকে রির্পোট প্রদান করা।

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

১১.

মিস্ত্রী

(ক)   দপ্তরের যাবতীয় প্রকার কীটনাশকের যন্ত্রপাতি মেরামত করা;

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

১২.

ক্রু

(ক)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক রুটিন অনুযায়ী সকালে ও বিকালে মশক নিধন কাজ করা;

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

১৩.

অফিস সহায়ক

 (ক)  কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক দাপ্তরিক কাজে সহযোগিতা করা।

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

 

১৪.

নিরাপত্তা প্রহরী (নৈশপ্রহরী)

(ক)  দপ্তরে সংরক্ষিত সকল মালামাল রাতের বেলা নিজ দায়িত্বে নিরাপত্তা দেয়া।

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন।

১৫.

নিরাপত্তা প্রহরী (দারোয়ান)

(ক)  দপ্তরের গেট সংরক্ষণ করা এবং অফিস সময়ে দপ্তরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করা।

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;

১৬.

পরিচ্ছন্নতা কর্মী

(ক)  দপ্তরের সকল কক্ষ, টয়লেট এবং দপ্তরের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।

(খ)   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন;